Sunday, October 30, 2016

বাস্তবতার জাঁতাকলে পিষ্ট মানুষ

আলম হোসেন ।।  বাস্তবতার জাঁতাকলে নির্মম ভাবে পিষ্ট মানুষ। যান্ত্রিক জীবনের আনন্দ, বিনোদনের সময়টুকুও দখল করে নিয়েছে। জীবনের এই কঠি
যে ব্যক্তি যত বেশি হতাশ হবে, সে জীবনে তত বেশি পিছিয়ে যাবে। হতাশা শুধু কষ্টই ডেকে আনে, কোনো সাফল্য নয়। ঝেড়ে ফেলুন হতাশা। জীবনকে ভাবতে শুরু করুন নতুন করে। যে কোনো বিপদে মনোবল না হারিয়ে দ্বিগুণ উৎসাহে কাজ করার শপথ নিন। কখনোই নিজেকে ছোট ভাববেন না। চলার পথে সুখের পিছু ধরেই আসে কষ্ট-বেদনা। তাই বলে ভেঙে পড়লে চলবে না। জীবনের দুঃখকে দেখতে হবে ইতিবাচক দৃষ্টিতে। যতই বিপদ আসুক মনোবল হারাবেন না। বিপদ আপনাকে মোকাবেলা করতেই হবে, এই শপথ নিয়ে সামনে এগিয়ে যান। নিজের চেয়ে বড় ও ভালো অবস্থানে যারা আছে, তাদের দেখে কষ্ট পাবেন না, চেষ্টা করুন তাদের মতো হওয়ার। আপনার সততা আর পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য। অল্পে তুষ্ট থাকতে চেষ্টা করুন। জীবনের দুঃখের স্মৃতিগুলো বাদ দিয়ে প্রিয় স্মৃতিগুলো স্মরণ করুন।
তৈরি করুন ভালো বন্ধু, তার সঙ্গে ভাগ করুন সব মনোভাব, কষ্ট ভাগ করে নিলে নিজেকে অনেক হালকা মনে হবে। সুখের সঙ্গে দুঃখও অনিবার্য এই চরম সত্যটা মেনে নিয়েই আপনাকে পথ চলতে হবে। ভাবতে থাকুন আপনি ভীষণ সুখী মানুষ। আপনার কোনো সমস্যা নেই, জীবনযুদ্ধে আপনি সফল হয়েছেন এবং হবেন। এ ধরনের ইতিবাচক চিন্তা করুন এবং জোরে শ্বাস নিন। মনে করুন জীবনের কষ্টগুলো দুঃস্বপ্নের মতো। সামনে আপনার সাফল্যের দিন। মানুষকে খুশি করুন এবং আপনার সাধ্য অনুযায়ী মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সর্বশেষ বিষয়টি হলো আপনার চিন্তাশক্তিকে ভালো কাজে লাগান। দেখবেন আপনি আপনার কাঙ্খিত সুখের স্বর্গ পেয়ে গেছেন। লেখক - সম্পাদক একুশের কণ্ঠ

ন যুদ্ধে কেউ হচ্ছেন বিজয়ী আবার কেউ পরাজিত। আর পরাজিত অনেকেই ডুবে যাচ্ছেন হতাশার সাগরে। শুধু কাজের ব্যস্ততায় নয়, অনেকে একাকিত্বের ভাবনায় হচ্ছেন হতাশ। শত কাজের ব্যস্ততায় নিজেকে ভাবছেন একা, জড় পদার্থ। আবার অনেকে অকারণেই নিজেকে ছোট ভেবে কষ্ট পাচ্ছেন। এর কোনটিই ঠিক নয়, ঝেড়ে ফেলুন হতাশা, স্বপ্নের পেছনে ধাওয়া করুন, গুটিয়ে নয় চুটিয়ে বাঁচুন।

শেয়ার করুন

0 facebook: