Sunday, October 30, 2016

পার্বতীপুরে স্থগিতকৃত ইউপি নির্বাচন আগামীকাল

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইউনিয়নে স্থগিত হওয়া কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগামীকাল সোমবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, গত ৭ মে পার্বতীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন বেলাইচন্ডি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ভোট গ্রহন স্থগিত করা হয়। স্থগিত হওয়ায় ফলাফল ঘোষনা করা হয়নি। তবে ঐ ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার। ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী এআইএম হাসিবুর রশীদ (রুম্মান) পেয়েছেন ৮৫০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আওয়ামীলীগের নুর মোহাম্মদ রাজা পেয়েছেন ৭১৫০ ভোট। এ কেন্দ্রের ভোটার ২৭৮৫ জন।
নির্বাচনে অন্যতম প্রাথী ও বর্তমান চেয়ারম্যান কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা বলেছেন, একটি মহল নির্বাচনকে ভন্ডুল করার অপচেষ্টা চালাচ্ছে। মহলটি শান্তিপূর্ন পরিবেশকে অশান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে সচেতন ভোটাররা একজোট হয়ে ভোট প্রদান করে তার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করে সমুচিত জবাব দিবেন বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

0 facebook: