Saturday, October 29, 2016

পার্বতীপুরে মানববন্ধন আগামীকাল

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী সাইফুল ইসলাম ওরফে কালা সাইফুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং তার সহযোগী ভন্ড কবিরাজ আফজাল হোসেন বাদীয়াকে গ্রেফতারের দাবিতে পার্বতীপুরে আগামীকাল রবিবার পার্বতীপুর-রংপুর সড়কের জমির হাট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে। জমির হাট হাই স্কুল ও রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল ৪টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করবেন। মানববন্ধনে জমির হাট, তকেয়াপাড়া, বাদীয়াপাড়াসহ পার্শবর্তী সব পেশার ও সব বয়সের মানুষেরা অংশগ্রহণ করবেন বলে জমির হাট হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও ভিক্টিম এর কাকা শ্রী মদন চন্দ্র দাস  জানান। আহূত মানববন্ধন কর্মসূচি আগামী সোমবার পালন করার কথা ছিলো। তবে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষা শুরু হওয়ার কারনে কর্মসূচিটি একদিন এগিয়ে আনা হয়েছে বলে আয়োজকদের সূত্রে বলা হয়েছে। 
রিমান্ডের আসামীকে যেকোন দিন আদালতে হাজির করা হতে পারে
শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী সাইফুল ইসলাম ওরফে কালা সাইফুলের রিমান্ড শুনানিতে অংশগ্রহণকারী রাষ্ট্র পক্ষের আইনজীবি ওমর ফারুক বলেছেন, বিজ্ঞ আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ প্রয়োজনীয় তথ্য ও স্বীকারোকক্তি (১৬১ধারায়) আদায় করতে পারলে আদালতে স্বীকারোক্তির জন্য (১৬৪ ধারায়) যেকোন দিন আদালতে হাজির করতে পারে। অ্যাডভোকেট ওমর ফারুক আরও বলেন, রিমান্ডে নেবার আগে আসামীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে পুলিশ হেফাজতে নিয়ে থাকে। আবার আদালতে স্বীকারোক্তি প্রদানের জন্য হাজির করার আগে পূনরায় ডাক্তারী পরীক্ষায় সুস্থ্যতা সাপেক্ষে জমা দিয়ে থাকেন। এক্ষেত্রেও তার অন্যথা হওয়ার সুযোগ নেই বলে অ্যাডভোকেট ওমর ফারুক উল্লেখ করেন।

শেয়ার করুন

0 facebook: