Tuesday, October 18, 2016

পার্বতীপুরে বেলাইচন্ডী ইউনিয়নের ভোট গ্রহন ৩১ অক্টোবর

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোট গ্রহন হবে আগামী ৩১ অক্টোবর। 
পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক জানান, উপজেলার ১ নং বেলাইচন্ডি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে স্থগিত হওয়া কেন্দ্রে (কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয়) ভোট গ্রহন অনুষ্ঠানের লক্ষ্যে মঙ্গলবার তফসীল ঘোষনা করা হয়েছে এবং ঐ কেন্দ্রে আগামী ৩১ অক্টোবর ভোট গ্রহন করা হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, গত ৭ মে পার্বতীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন বেলাইচন্ডি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ভোট গ্রহন স্থগিত করা হয়। স্থগিত হওয়ায় ফলাফল ঘোষনা করা হয়নি। তবে ঐ ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার। ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী এআইএম হাসিবুর রশীদ(রুম্মান) পেয়েছেন ৮৫০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আওয়ামীলীগের নুর মোহাম্মদ রাজা পেয়েছেন ৭১৫০ ভোট। এ কেন্দ্রের ভোটার ২৭৮৫ জন।

শেয়ার করুন

0 facebook: