Tuesday, October 18, 2016

উচ্চ শিক্ষায় শিখিত হতে চায় মেধাবী ছাত্র রনি

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
দিনাজপুরের পার্বতীপুরে খেঁটে খাওয়া দিনমজুর দারিদ্রো পরিবারের মেধাবী ছাত্র রনি সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর শ্রমের মানসিকতা থাকলে যে কোন বাধাই জয় করা সম্ভব। সে আর তা আবারও প্রমাণ করেছে দারিদ্রো পরিবারের মেধাবী সন্তান রনি। তার গ্রামের বাড়ি উপজেলা পূর্ব রাজাবাসর গ্রামে। তার পিতা মোঃ আবু হোরায়রা (৪০) ও মাতা মোছাঃ হোসনে আরা (৩৭)। অন্যের বাসা-বাড়িতে টিউশনি করে ও ডাচ্ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি সহাওতায় রনি ভালো রেজাল্ট পেয়েছে।   
এ ব্যাপারে জানতে চাইলে তার বাবা বলেন, আমি সারাদিন কাজ করে যে টাকা পাই তা ঠিকমত পরিবারের খাবার হয় না। ছেলের পড়ালেখার খরচ কিভাবে দিবো। অন্যদিকে, মা হোসনে আরা জানান, বাড়ীতে বিদ্যুৎ না থাকায় হারিকেন ও কুপি বাতির আলোয় পড়ালেখা করে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। ছোটবেলা থেকেই সে খুবই মেধাবী ছাত্র ছিলো। ছেলেকে কোন দিন ঠিকভাবে খাবারের ব্যবস্থা করতে পারিনি। তার অদম্য ইচ্ছা একজন ভালো মানের প্রকৌশলী হয়ে দরিদ্র পরিবারের বাবা-মায়ের দুঃখ কষ্ট লাঘবের। রনির বাবা মার দুঃশ্চিন্তা এটাই যে, যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার উচ্চ শিক্ষার্থে সহযোগিতার হাত না বাড়ায় তাহলে তার শিক্ষা জীবণ ঘোর আমানিশা। 

শেয়ার করুন

0 facebook: