Monday, October 17, 2016

পার্বতীপুরে জাসদ ইনুর কর্মী সম্মেলনে হট্টগোল অবশেষে জাসদ (আম্বিয়াÑপ্রধান) অংশের কমিটি গঠন

পার্বতীপুরে জাসদ ইনুর কর্মী সম্মেলনে হট্টগোল
অবশেষে জাসদ (আম্বিয়াÑপ্রধান) অংশের কমিটি গঠন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 
পার্বতীপুর উপজেলা জাসদের (ইনু) কর্মী সম্মেলনে ব্যাপক হট্টগোল হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় দিনাজপুর জেলা জাসদ নেতৃবৃন্দ পার্বতীপুর উপজেলা জাসদের মেয়াদ উত্তীর্ন ও বিলুপ্ত পূর্বের আহ্বায়ক কমিটিকে বহাল রাখতে চাইলে স্থানীয় ৪ জাসদ নেতাসহ তারা সাধারন কর্মীদের তোপের মুখে পড়েন। অবশেষে মারমুখী অবস্থায় দলীয় কার্যালয় ত্যাগ করতে বাধ্য হন। পরে প্রবীন জাসদ নেতা সামসুজ্জোহার সভাপতিত্বে দেড় শতাধিক কর্মী জাসদ ইনুর উপর অনাস্থা এনে জাসদ (আম্বিয়া-প্রধান) অংশের সমর্থনে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আজ রবিবার দুপুরে দলীয় কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে এ কমিটি ঘোষনা করেন। এ কমিটিতে সভাপতি নির্বাচিত হন শফিউজ্জামান খান রবি ও সাধারন সম্পাদক মামুনুর রশিদ। সদস্যরা হলেন, মুসলিমুর রহমান মুসলিম, মোজাফ্ফর হোসেন, আব্দুর রাজ্জাক চৌধুরী, আমিনুল হক সরকার, অলিউল ইসলাম, মাহামুদুল হাসান ও শ্রী গোপাল চন্দ্র।

শেয়ার করুন

0 facebook: