Monday, November 14, 2016

পার্বতীপুরে শিক্ষক হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
পার্বতীপুরে সিঙ্গীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পার্বতীপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতি আজ সোমবার বেলা ১টায় শহরের ঢাকা মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে সংগঠনের নেতাকর্মীরা উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করেন। এ সময় সমিতির সভাপতি ও পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল ইসলাম মাহফুজ, সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলমসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, গত ৯ নভেম্বর রাত ৮টায় ‘কতিপয় সন্ত্রাসী’ শহরের শহীদ মিনার সড়কে প্রধান শিক্ষক আবু সালেহ’র উপর বর্বরোচিত হামলা করে। এলোপাতাড়ি কিলঘুষিতে তিনি মারাত্বকভাবে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। 


শেয়ার করুন

0 facebook: