Tuesday, December 27, 2016

এক মাসে ১৩টি গরু চুরি

রাইসুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর)
পার্বতীপুরে এক মাসে কয়েকটি গ্রাম থেকে ১৩টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, শনিবার রাতে উপজেলার মোমিনপুর ইউনিয়নের তেরআনিয়া বাকালিপাড়ার গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিন মাষ্টারের বাড়ী থেকে ৩টি গাভীন গরু চোরেরা নিয়ে যায়। গরুগুলির মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। গত শুক্রবার রাতে উপজেলার রামপুর ইউনিয়নের শিঙ্গীমারী কাজীপাড়ার গ্রামের বাসিন্দা মরহুম ফজলে মাষ্টারের ছোট ভাই মতিয়ার রহমানের বাড়ী থেকে ৫টি গরু চোরেরা নিয়ে যায়। গরুগুলির মূল্য প্রায় দুই লক্ষ টাকা। এর আগে গত বৃহস্পতিবার রাতে একই গ্রামের বাসিন্দা আব্দুলহেলাল বাকীর বাড়ী থেকে ২টি গরু চোরেরা নিয়ে যায়। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। গত ৬ ডিসেম্বর রাতে উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই সৈয়দপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ইয়াছিন আলীর বাড়ী থেকে ৩টি ষাড় গরু চোরেরা নিয়ে যায়। গরুগুলির মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। 
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানায়, এলাকায় ডিসেম্বর মাসব্যাপী ইসলামী জলসা, তফসিরুল কোরান মাহফিল ও বিজয় দিবসের অনুষ্ঠান চলছে। এসব অনুষ্ঠান রাত ১২টা থেকে ১টার মধ্যে শেষ হয়ে লোকজন ঘুমিয়ে পড়ে। আর এ সুযোগে চোরেরা গরু চুরি করছে। এখন প্রায় এলাকায় রাস্তাগুলো পাঁকা হওয়ায় চোরেরা গরুগুলো বাড়ী থেকে বাইরে বের করেই সেখানে অপেক্ষমান পিকআপে করে নিয়ে দ্রুত চলে যাচ্ছে। যার ফলে ধরা যাচ্ছে না। এ অবস্থায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। গরু চুরি হলেও তারা থানায় কোন মামলা করছে না। কারন হিসেবে জানায়, মামলা করে তো গরু পাওয়া যাবে না, তাই বাড়তি ঝামেলা করে লাভ কি?

শেয়ার করুন

0 facebook: