Tuesday, December 27, 2016

পার্বতীপুর রেল থানায় অবস্থিত শিমুল গাছে বক পানকৌড়িদের অভয়ারণ্য

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
পাখিরা জায়গা চেনে। নিরাপদ আশ্রয় বুঝতে পারে। পার্বতীপুর রেল থানার সীমানা প্রাচীরের ভেতরে অবস্থিত একটি শিমুল গাছে শত শত দেশী বিদেশী পাখির বিচরণ দেখে এমনটি মন্তব্য করেছেন দর্শক ও স্থানীয়রা। 
জানা যায়, পার্বতীপুর রেল জংশনরে ১নং প্লাটফরমের উত্তরদিকে অবস্থিত রেলথানাটি। থানার সীমনা প্রাচীরের মধ্যে বিশাল শিমুল গাছে অবস্থান নিয়েছে দেশি বিদেশী পানকৌড়ি আর দেশী বক। এসব পাখি সারা বছর এখানে থাকে। তবে, শীত শুরু হওয়ার পর বিশেষ করে ডিসেম্বরের প্রথম থেকে নতুনভাবে এদের আগমন শুরু হয়। 
স্থানীয় লোকজন ও রেলকর্মচারীদের মতে, থানার বাউন্ডারিতে এসব পাখির ঠিকানা হওয়ায় পাখি শিকারীদের হাত থেকে এরা রক্ষা পেয়ে থাকে। একারনে শিমুল গাছটি অতিথি পাখিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে ৫/৬ বছর ধরে। 
 
 

শেয়ার করুন

0 facebook: