Tuesday, December 27, 2016

পার্বতীপুর-দিনাজপুর রেলপথ আন্তঃনগর দোলনচাঁপার ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন বিলম্ব দুই ঘন্টা

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
যাত্রীবাহী আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) বিকল হওয়ার কারনে আজ মঙ্গলবার পার্বতীপুর-দিনাজপুর রেল পথে প্রায় দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। অন্যদিকে, কাঞ্চন কমিউটার ট্রেন এক ঘন্টা বিলম্বে পার্বতীপুর থেকে পঞ্চগড় অভিমুখে ছেড়ে যায়। 
স্থানীয় রেল সূত্রে জানা যায়, ভোর ৬টায় ৭৬৮ নম্বর ডাউন দোলনচাঁপা আন্তঃনগর ট্রেন দিনাজপুর থেকে ছেড়ে আসে। সকাল ৭টা ১০মিঃ উল্লেখিত ট্রেন পার্বতীপুর রেল স্টেশন ছেড়ে রংপুর, কাউনিয়া, গাইবান্ধা, বগুড়া হয়ে সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেনের ইঞ্জিন কাউগাঁ স্টেশনের কাছাকাছি বিকল হয়ে পড়ে। পরে পার্বতীপুর থেকে ২৫৩০ নম্বর লোকোমোটিভ (ইঞ্জিন) গিয়ে বিকল হওয়া ইঞ্জিন কাউগাঁ রেল স্টেশনে কেটে রেখে ট্রেনটি পার্বতীপুর নিয়ে আসে। পরে ১ ঘন্টা ৪০ মিনিট বিলম্বে সকাল ৮টা ৫০মিঃ উল্লেখিত ট্রেন পার্বতীপুর রেল স্টেশন ত্যাগ করে। 
এদিকে, লাইন ব্লক থাকায় কাঞ্চন কমিউটার ট্রেনটি সকাল ৮টার পরিবর্তে এক ঘন্টা বিলম্বে পঞ্চগড় অভিমুখে ছেড়ে যায়। 
এব্যপারে জানতে চাইলে ৭৬৮ নম্বর ডাউন আন্তঃনগর দোলনচাঁপা ট্রেনের পরিচালক মোঃ তাজুল ইসলাম জানান, ইঞ্জিন বিকল হওয়ায় কাউগাঁ স্টেশনের কাছে ট্রেনটি আটকা পড়ে। পরে পার্বতীপুর থেকে অন্য একটি ইঞ্জিন (২৫৩০ নম্বর) গিয়ে বিকল হওয়া ইঞ্জিন স্টেশনে রেখে যাত্রীবাহী ট্রেন নিয়ে আসে। 
কেটে রাখা ইঞ্জিনের ড্রাইভার মোঃ শামসুল হক লোকোমোটিভ বিকল হওয়ার কথা নিশ্চিত করে জানান নতুন ইঞ্জিন গিয়ে ট্রেন নিয়ে আসে। ৭৬৮ নম্বর ডাউন দোলনচাঁপা ট্রেনের কর্তবরত টিটিই মোঃ আজাহার ও নার্গিস পারভীন টুনি জানান, ইঞ্জিন বিকল হওয়ার কারনে আন্তঃনগর ডাউন দোলনচাঁপা ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

শেয়ার করুন

0 facebook: