Monday, January 16, 2017

পার্বতীপুরে সাঁওতালদের পুশনি উৎসব পালিত

মোঃ মোক্তারুজ্জামান  মোক্তার   আজ ১৪ জানুয়ারী পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সাঁওতালপাড়া গ্রামে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাৎসরিক পুশনি উৎসব পালিত হয়েছে। জানা গেছে সাঁওতাল উপজাতিদের প্রতি বছর বাংলা সনের মাঘ মাসে এ উৎসব পালিত হয়। আজ ১ লা মাঘ চিরাচারিত সাঁওতালদের পূর্ব পুরুষ  তাদের এ উৎসব পালন করে আসছে। এ রীতি মেনেই আজ পার্বতীপুর উপজেলার সাঁওতাল পাড়া গ্রামে পুশনি উৎসব পালিত হয়েছে।


ঐ গ্রামের উপজাতি সাঁওতাল মোড়ল গনেশ ইশরা জানান আজ আমাদের পুশনি দোমাষি । কবুতর জবাইয়ের মধ্যে দিয়ে সারা দিন উৎসব পালিত হচ্ছে । প্রসাত তৈরী করে সবার মাঝে বিতরণ করবো।আমার সঙ্গে সাহেব মুরমু, গুজরাই সরেন ও খোকা রাম রান্না-বান্নার কাজে আছে। এ ব্যাপারে সরকারী সহযোগীতার কথা জানতে চাইলে তিনি জানান না বাবু আমরা নিজেরাই চাঁদা তুলে এ উৎসব পালন করে থাকি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জানান সাঁওতালদের উৎসব কবে কখন হয় তা আমার জানা নেই। তবে ওরা এ ব্যাপারে আসলে কখনো বিমুখ হবেনা

শেয়ার করুন

0 facebook: