Tuesday, January 24, 2017

পুলিশ সপ্তাহ ২০১৭পালিত

 মোঃ মোক্তারুজ্জামান মোক্তার

দেশে এবার ২৩-২৭ জানুয়ারী পযর্ন্ত চলছে পুলিশ সপ্তাহ কিন্তু পুলিশ নিয়ে সাধারণ মানুষের একি ভাবনা? অনেকেই পুলিশ নিয়ে কথা বলতে নারাজতারা কোন মন্তব্য করতে চান না পুলিশ নিয়ে পুলিশ জনগনের বন্ধু প্রজাতন্ত্রের অতন্ত্রপ্রহরী এক মাত্র পুলিশ এখন পুলিশ প্রশাসন একটি বিতর্কিত জনমনে বিদগ্ধ প্রশ্ন জনমনে ক্ষোপ,দুঃখ বেদনা ভরা পুলিশের আইনগত অনেক দায়িত্ব নৈতিক দায়িত্ব আছে সামাজিক সেবামুলক দায়িত্ব রয়েছে সৎ মানুষের সেবক পুলিশ পুলিশের ক্ষমতা কর্মনিষ্ঠতা সেবাদান প্রবণতা  নিরপেক্ষতা অসহায় মানুষের কাম্যকিন্তু কতিপয় পুলিশের আচরণে সাধারণ শান্তি প্রিয় মানুষ অতিষ্ঠ বিবেককে পীড়াদেয় কখনো পুলিশের আচরণে জনমনে সন্দেহ সৃষ্ঠি করে এতে পুলিশের প্রতি আস্থা হারায় এটা দুঃখজনক,অপ্রত্যাশিত অপ্রীতিকর পুলিশের প্রধান কাজেই হল অপরাধ সংঘটনে বাধা প্রদান , অপরাধীকে গ্রেফতার করা ,অপরাধ অনুসন্ধান অপরাধের রির্পোট প্রনয়ন প্রদান করা মোট কথা সমাজে শান্তি,নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা করাই প্রধান দায়িত্ব পুলিশের কথাই বোঝাতে পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেয়ার করুন

0 facebook: