Saturday, February 11, 2017

শহিদুল আলম সাচ্চু একজন শক্তিমান অভিনেতা

শহীদুল আলম সাচ্চু  ১৯৭৬ সালে প্রথম বাংলাদেশ কিশোর নাট্যমে অংশ গ্রহণ ও জাতীয় পর্যায়ে অভিনয়ের মাধ্যমে বড় পরিসরে মিশে যাওয়া শুরু করেন । তারপর ১৯৭৯ সাল পর্যন্ত ফিল্ড ড্রামা – আদি থেকে বিংশতি তে এক হাজার কিশোর কিশোরীর অংশগ্রহনে এক সাথে কাজ করেন । ১৯৮২ সালে রাজবাড়ি জেলার পাংশায় থিয়েটার সেন্টার ( আর্তনাদ থিয়েটার )  প্রতিষ্ঠা করেন । সে প্রতিষ্ঠান আজো ঢাকায় কায্যরত । ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুকত হন , যদি ও এর আগে টেলিভিশনে  শিশুতোষ অনুষ্ঠানে এ কাজ করেছেন ।   বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দূরত্ব নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। পরে তিনি বসুন্ধরামধুমতীনকআউট প্রভৃতি নাটকে অভিনয় করেন। ২০০১ সালে নারগিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ।  এই চলচ্চিত্রে খয়বর মোল্লা চরিত্রে অভিনয়ের জন্য ২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতার পুরস্কার অর্জন করেন। ২০০৩ সালে কৃষক বিদ্রোহের প্রেক্ষাপটে সাইদুল আনাম টুটুল নির্মিত আধিয়ার-এ অভিনয় করেন। পরের বছর অভিনয় করেন ঔপন্যাসিক রাবেয়া খাতুন রচিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক উপন্যাস মেঘের পর মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মিত মেঘের পর মেঘ চলচ্চিত্রে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মিত দূরত্ব চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৫ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প শাস্তি অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মিত শাস্তি  জহির রায়হান রচিতহাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে সুচন্দা নির্মিত হাজার বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেন। সে বছর আরো মুক্তি পায় তার অভিনীত শহীদুল ইসলাম খোকন পরিচালিত টাকাদেবাশীষ বিশ্বাস পরিচালিত কমেডিধর্মী টক ঝাল মিষ্টি, স্বপন চৌধুরী পরিচালিত অ্যাকশনধর্মী আগুন আমার নাম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে মৌসুমী  মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মেহের নেগার[২০০৬ সালে হুমায়ূন আহমেদ রচিত জনম জনম উপন্যাস অবলম্বনে আবু সাইয়ীদ নির্মিত নিরন্তর একটি অতিথি চরিত্রে এবং বাদল খন্দকার পরিচালিত বিদ্রোহী পদ্মা চলচ্চিত্রে একজন জমিদার চরিত্রে অভিনয় করেন। পরের বছর অভিনয় করেন এনামুল করিম নির্ঝর পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আহা! চলচ্চিত্রে। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত মেড ইন বাংলাদেশ-এ একটি অতিথি চরিত্রে এবং নায়ক রাজ রাজ্জাক পরিচালিত আমি বাঁচতে চাই চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৯ সালে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গাযাত্রায়খলচরিত্রে এবং গোলাম রাব্বানী বিপ্লব পরিচালিত বৃত্তের বাইরে-এ পার্শ্বচরিত্রে অভিনয় করেন। বৃত্তের বাইরে চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতার পুরস্কার অর্জন করেন।
২০১১ মুক্তি পায় রাবেয়া খাতুন রচিত উপন্যাস অবলম্বনে শাহজাহান চৌধুরী নির্মিত মধুমতী এবং মাকসুদ হোসেনের বাহাত্তর ঘণ্টাপরের বছর তিনি অভিনয় করেন স্বপন আহমেদ পরিচালিত বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রযোজনার লাল টিপ এবং নোমান রবিন পরিচালিত কমন জেন্ডার ছায়াছবিতে। ২০১৩ সালে কাজ করেন সাদেক সিদ্দিকী পরিচালিত হৃদয়ে ৭১-এ। ২০১৪ সালে চিত্রনায়কফেরদৌস আহমেদ প্রযোজিত প্রথম চলচ্চিত্র এক কাপ চা-এ একটি অতিথি চরিত্রে অভিনয় করেন। এছাড়া সানিয়াত হোসেন পরিচালিত অল্প অল্প প্রেমের গল্প এবং কাজী নজরুল ইসলাম রচিত গল্প অতৃপ্ত কামনা অবলম্বনে গীতালী হাসান পরিচালিত প্রিয়া তুমি সুখী হও চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে মুক্তি পায় রাফায়েল আহসান পরিচালিত নয় ছয়। এছাড়া অভিনয় করেনহুমায়ূন আহমেদ রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অনিল বাগচীর একদিন অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মিত অনিল বাগচীর একদিন ২০১৬ সালে মুক্তি পায় সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন জানেনা মনের ঠিকানা। 



শেয়ার করুন

0 facebook: