Thursday, February 16, 2017

ডলি জহুর বাংলা চলচ্চিত্রে জীবন্ত কিংবদন্তী

শারমিন ইসলাম 
ডলি জহুর বাংলা চলচ্চিত্রে একটি পরিচিত নাম। কিংবদন্তী এই অভিনেত্রীর দীর্ঘ পথচলায় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা সাংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছে সর্বত্র।মঞ্চ, বেতার, চলচ্চিত্র এবং টেলিভিশন- চার মাধ্যমেই কাজ করেছেন তিনি। প্রথম দর্শক পরিচিতি ও জনপ্রিয়তা পান এইসব দিনরাত্রিনাটকের মাধ্যমে। টেলিভিশনের খ্যাতি পাওয়ার পর তিনি চলচ্চিত্রে আসেন। প্রথম অভিনয় করেন রহিম নেওয়াজের অসাধারণছবিতে। শঙ্খনীল কারাগারছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো তিনি শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তিনি একই পুরস্কার লাভ করেন কাজী মোরশেদ পরিচালিত ঘানিছবিতে অভিনয়ের জন্য। আগুনের পরশমণি, এবাদত, রং নাম্বার, জনম জনম, শয়তান মানুষ, একই বৃত্তে, কি যাদু করিলা, চাঁদের মত বউ, কমন জেন্ডার-দ্য ফিল্ম, দারুচিনি দ্বীপ, দীপু নাম্বার টু, শুভ বিবাহ, হৃদয়ের কথা, মন বসে না পড়ার টেবিলে, মেঘলা আকাশ ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন ডলি জহুর। নব্বই তশকের মাঝামাঝিতে মায়ের চরিত্রে ব্যস্ত হয়ে পড়েন ডলি জহুর। ঢালিউডের টিপিক্যাল মা চরিত্রে নিজেকে দারুণভাবে মানিয়ে নেন ডলি জহুর। একটানা দীর্ঘদিন মায়ের চরিত্রে তিনি দাপটের সাথে বড় পর্দায় বিচরণ করেছেন।  দেশ-বিদেশে রয়েছে তার ব্যাপক সুনাম। দেশ ও দেশের বাইরে রয়েছে তার অগণিত ভক্ত।


শেয়ার করুন

0 facebook: