Tuesday, February 14, 2017

১৮ ফেব্রয়ারি শৈলকুপার মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই শুরু হচ্ছে


 রাজীব মাহমুদ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মুক্তিযোদ্ধাদের সরকারী ভাবে যাচাই বাছাই করা হবে। এ উপলক্ষ্যে
আগামী ১৮ ফেব্রয়ারি শৈলকুপা উপজেলা নির্বাহী  অফিসারের সম্মেলন কক্ষে পৌরসভাসহ উপজেলার
১৪টি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই শুরু  হবে। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ
দিদারুল আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানিয়েছেন, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায়
অর্ন্তভুক্তি বা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে লাল  তালিকায় অর্ন্তভুক্তি কিন্তু যার অভিযোগ রয়েছে, তালিকা
 
ভুক্তির জন্য অনলাইনে এবং নির্ধরিত সময়ের  মধ্যে সরাসরি জামুকয় আবেদিত, ভারতীয় তালিকা বা

 লাল মুক্তিবার্তা তালিকাদ্বয়ের বাইরে শুধুমাত্র  গেজেট ভুক্ত/তালিকাভুক্ত/সরাসরি চাকরী গ্রহনের
সময় ঘোষনা প্রদানকৃত/শুধুমাত্র সামিয়ক সনদপত্র,  ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা তালিকাদ্বয়ের
বাইরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয়  কমান্ড কাউন্সিল (মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সাক্ষরিত)
 
কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রাপ্তরাই এই  যাচাই বাছাই কার্যক্রমের আওতাভুক্ত হবেন। সংশ্লিষ্ট
মুক্তিযোদ্ধা/আবেদনকারীগনকে নি  ¤œসাক্ষরকারীর কার্যালয়/ শৈলকুপা উপজেলা কমান্ড
হতে যাচাই বাছাইয়ের তারিখ অবহিত হয়ে যথা সময়ে  উপস্থিত থেকে যাচাই বাছাই কার্যক্রমে অংশ
 
গ্রহন  করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

0 facebook: