Friday, February 10, 2017

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি আগামী নির্বাচনেও জয়লাভ করবে: নাসিম

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি যেভাবে ঐক্যবদ্ধ রয়েছে তাতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
 
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের শক্তি যেভাবে ঐক্যবদ্ধ রয়েছে তাতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয় লাভ করবে।’
 
শুক্রবার সকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই স্মরণসভার আয়োজন করে।
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিতর্ক তৈরি করে বিএনপি কোন ফায়দা লুটতে পারবে না উল্লেখ করে বলেন, সরকারকে চাপে রাখতে বিএনপি ইসি নিয়ে বিতর্ক তৈরি করছে। এটা বিএনপির একটি রাজনৈতিক কৌশল। খবর বাসসের

শেয়ার করুন

0 facebook: