Saturday, February 4, 2017

পার্বতীপুরে সাংবাদিক শিমুলের মৃত্যুতে মানব বন্ধন

মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
 পার্বতীপুরে সাংবাদিক শিমুলের মৃত্যুতে  ৪ ফেব্রুয়ারি শনিবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে দৈনিক সমকালের পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মাহমুদুর রহমানের সভাপতিত্বে মানব বন্ধন পালিত হয়। সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষের সময়  সংবাদ সংগ্রহের জন্য দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহত হওয়ার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করেছে স্থানীয় সাংবাদিকবৃন্দ।  তারা হলেন অধ্যাপক আতাউর রহমান (ভোরের দর্পন), মঞ্জুরুল আলম (করতোয়া), আব্দুল কাদের (কালেরকন্ঠ), মোস্তাফিজুর রহমান বকুল (ভোরের কাগজ), সমকাল প্রতিনিধি মাহমুদুর রহমান, এম এ জলিল সরকার (ইনকিলাব), সোহেল সানি (দৈনিক আমাদের সময়) আমজাদ হোসেন (দৈনিক সংগ্রাম), এম এ আলম বাবলু (যায়যায়দিন), বদরুদ্দোজা বুলু (যুগের আলো), মামুনুর রশিদ (মানব কন্ঠ), সংবাদপ্রতিক্ষন সম্পাদক একরামুল হক বেলাল, মঞ্জুরুল হক মঞ্জু (বাংলাদেশ প্রতিদিন), সাজ্জাদ হোসেন (মানব বার্তা), মানব কথা ডট কম সম্পাদক রোকুনুজ্জামান বাবুল, মুক্তি নিউজ২৪ ডট কমের বার্তা সম্পাদক মিলন পারভেজ, তাজকীর হোসাইন (সোনার বাংলা), মোক্তারুল আলম (সংবাদ), রাইসুল ইসলাম সোহেল (খোলা কাগজ), চ্যানেল এস এর পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সমকাল সুহৃদ উপদেষ্টা অধ্য আঃ রাজ্জাক, সভাপতি সোহরাওয়ার্দী ও সুহৃদ সদস্য মেনহাজুল হকসহ আরো অনেকে।উল্লেখ্য গত বৃহস্পতিবার জেলার শাহজাদপুরে স্থানীয় আওয়ামীলীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।পরে অবস্থার অবনতি হলে গতকাল দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে টাঙ্গাইলে শিমুলের মৃত্যু হয়।                                      


শেয়ার করুন

0 facebook: