Sunday, February 5, 2017

কনসার্ট ফর খাদিজা

রিয়াজুল ইসলাম, পার্বতীপুর(দিনাজপুর) সংবাদদাতাঃ

দিনাজপুরের পার্বতীপুরের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার (১৮) এর দুটি কিডনী নষ্ট হয়ে বর্তমানে মৃত্যু শর্য্যা অবস্থায় রয়েছে হাসপাতালে। তার সু-চিকিৎসায় অর্থ সংগ্রহের জন্য কনর্সাট এর আয়োজন করেছে পার্বতীপুর ছাত্র একতা পরিষদ। “কনসার্ট ফর খাদিজা” নামের এই অনুষ্ঠানটি আগামী ১০ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় পার্বতীপুর পৌর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজক হেল্প এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে এই কনসার্টের মাধ্যমে আয়কৃত অর্থ খাদিজার চিকিৎসার জন্য ব্যয় করা হবে।
পার্বতীপুর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের ধোবাকল খিয়ারপাড়া গ্রামের মৃত মোহসিন আলীর কন্যা খাদিজা আক্তার ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন অ+ 
পায় । ২০১৬ সালে খোলাহাটি ডিগ্রী কলেজ থেকে কৃতিত্বের সাথে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে। গত ২ মাস আগে খাদিজার শারিরীক অসুস্থ্যতার কারণে চিকিৎসকের স্বরণাপন্ন হলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জানায়, তার দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। পরে তাকে সু-চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার সু-চিকিৎসা করাতে হলে নগদ ৭ লাখ টাকার প্রয়োজন। এই পরিমাণ টাকা তার পরিবারের পক্ষ থেকে সংগ্রহ করা কোন ভাবে সম্ভব নয়। পিতৃহীন দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী খাদিজা বর্তমানে আর্থিক সংকটের কারনে সু-চিকিৎসা পাচ্ছে না। মেধাবী এই শিক্ষার্থীকে বাঁচাতে আর্থিক সাহায্যে সংগ্রহের জন্য এগিয়ে এসেছেন প

লাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোফাখারুল ইসলাম ফারুক, স্কুল কলেজের শিক্ষক/ শিক্ষিকারা এবং খাদিজার সহপাঠিরা। তারা খাদিজার সু-চিকিৎসার জন্য দেশের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন।

শেয়ার করুন

0 facebook: