Saturday, February 11, 2017

বদরগঞ্জের ইউএনও অপসারন দাবি শীর্ষক সংবাদ ও বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের প্রতিবাদ


 আজমল হক আদিল, বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জে ইউ.এন.ওর অপসারন দাবি শীর্ষক সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত  হয়েছে। সংবাদটিতে বলা হয়েছে বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার কাজি আবেদা গুলশানের সকল প্রকার উন্নয়নমুলক সংবাদ বর্জন এবং তার আহবানে সভা সেমিনারে অংশ না নেওয়ার ঘোষনা দিয়েছে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা(গনমাধ্যম কর্মিরা)।
গতকাল(১০ফেব্রুয়ারি শুক্রবার) রাতে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের এক জরুরি সভায় উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানানো হয়। রিপোর্টার্স ক্লাব একটি স্বতন্ত্র ও স্বাধীন সংগঠন। সরকারের সকল উন্নয়নমুলক কর্মকান্ড প্রচার করতে রিপোর্টার্স ক্লাব দৃঢ প্রতিজ্ঞ এবং ভবিষত্যেও তা অব্যাহত থাকবে।
জরুরি সভায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা জানান; তাদের সাথে কি নিয়ে মত পার্থক্য  হয়েছে তা আমাদের জানা নেই এবং এটি তাদের সংগঠনের আভ্যন্তরীন বিষয়। এর সাথে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কোন সংশ্লিষ্ঠতা নেই। ভবিষ্যতে সকল গনমাধ্যম কর্মিদের নাম জড়ানোর আগে সংশ্লিষ্ট সকল গনমাধ্যম কর্মিদের অবগত করা সহ সংবাদ প্রচারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহবান জানানো

শেয়ার করুন

0 facebook: