Saturday, February 11, 2017

সাহিত্য


   একুশের গান
ফাহমিদা নবী আয়শা
প্রতি বছর ফেব্রুয়ারির একুশ যখন আসে
মন মাতানো দেশটা তখন মিটমিটিয়ে হাসে।
বন বনানী গাছপালা তখন নতুন রুপে সাজে।
পাখপাখালি প্রজাপতি নতুন ডানা মেলে,
পলাশ বনে উড়তে থাকে ময়না,শ্যামা,টিয়ে।
বইতে থাকে শান্ত বাতাস পদ্মা নদীর তীরে।
দল বেধে সব উড়তে থাকে,গাঙ চিলেরা মিলে।
মন চলে যায় হঠাৎ করে মাতৃভূমির দেশে।
সবাই তখন খালি পায়ে ফুলের ডালা হাতে।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছে তারা ছুটে।


২।   তুমিই বঙ্গভূমি
মোছাঃহাফিজা খাতুন
ভাল লাগে তোমার শীতল ছায়া
ভুলিতে পারিনা তোমার রুপের মায়া।
তাইতো দেখি তোমায়,দুটি আখিঁ ভরে
রাখব তোমায় হৃদয় মাঝে যতনও করে।
যত দেখি তোমায়,ততই জুড়ায় আমার দুটি আখিঁ
তাইতো তোমায় আদর করে হৃদয় মাঝে রাখি।
যেদিকে তাকাই সেদিকেই দেখি তুমি আর তুমি
তুমি যে আমার মনের রাণী, তুমিই বঙ্গভূমি।
যখনই কাঁদ তুমি বৃষ্টিকান্না,তখন আখি ভরে  জল
যখনই দাও তুমি রোদের ঝিলিক, তখনই করে ঝলমল।
কী দিয়ে সৃষ্টি করছো এই ভূমি বিধাতা?
কী অপরুপ সৃষ্টি তোমার, ভেবেই ঘুরে যায় মাথা।
শীতল সৃগ্ধের আলো বাতাস কেন দাও তুমি?
তুমি যে আমার মনের রাণী তুমিই বঙ্গভূমি।

৩।সন্ধ্যা বেলা
সানজিদা ফেরদৌস সেতু
বাবা এলো সন্ধ্যা বেলায়
বাজার থেকে ফিরে
মা বললো কি এনেছো থলের ভিতর করে।
বাবা বললো এনেছি কিনে বড় ইলিশ মাছ।
মা বললো কোথায় সোনা কর না একটু কাজ।
আমি বললাম পড়ছি ঘরে ইস্কুলের পড়া।
পড়া আমার না হলে করবে স্যার কান খাড়া।
কাজটা করতে বলো মাগো বড় আপুকে
আর কখনো পড়ার সময় ডেকো না আমাকে।

শেয়ার করুন

0 facebook: