Saturday, February 11, 2017

কবিতা


মাতৃভাষা
মোছাঃসুমি খাতুন

মায়ের কাছেই শেখা ভাষা
সেতো মোদের মাতৃভাষা।
ভাষার জন্য দিব প্রাণ সেই তো মোদের আশা

এই ভাষাতেই যাদু আছে, আছে অনেক মজা
এই ভাষাতেই জড়িয়ে আছে মোদের দুঃখ কষ্টের কথা।

এই ভাষাতে রং আছে, আছে মধু মাখা।
এই ভাষারই জন্যে মোরা দিলাম অনেক প্রাণ
এই ভাষাতেই খুজে পেলাম জম্মভূমির গান।

মায়ের কোলে রেখে মাথা শুনেছি মোরা মাতৃভাষার কথা।
মায়ের মুখের মিষ্টি ভাষা,সেই তো মোদের মাতৃভাষা।


শেয়ার করুন

0 facebook: