Monday, April 17, 2017

শেষ হল হাজী ফজলুল হক কিন্ডার গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

শেষ হল হাজী  ফজলুল হক কিন্ডার গার্ডেন স্কুলের                 বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা







শারমিন ইসলাম ।। বনাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হল হাজী ফজলুল হক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  । হাজী ফজলুল হক স্কুল মাঠে ১৪ ও ১৫ এপ্রিল দুদিন ব্যাপী  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – জীবনে তিনটি ডি এর বেশ প্রয়োজন । তিনটি ডি এর মধ্যে একটি হচ্ছে  ডিসিপ্লিন – নিয়মানুবর্তিতা । যারা তিনটি ডি মেনে চলবে সে কখন পিছিয়ে পরবেনা ।  প্রধান অতিথি বক্তৃতায় চলাকালে ডেকে ডেকে  ছাত্র,শিক্ষক ও অভিভাবকদের কথা শোনেন ও সহযোগিতার আশ্বাস দেন । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল । তিনি তার বক্তৃতায় বিদ্যালয় প্রতিষ্ঠার স্মৃতিচারণ করে বলেন – এক সময় বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতাদি দিতে কমিটিদের নিকট হাত বাড়াতে হত । কিন্তু লিটন মাস্টার প্রধান শিক্ষক হিসেবে  যোগদানের পর থেকে এমনটি আর হয়না । তিনি হাবিবুল্লাহ সহ অনেকের সহযোগিতার কথা  তার বক্তবে  তুলে ধরেন । বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক শাফিউর রহমান খান লিটন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ।  


শেয়ার করুন

0 facebook: