Tuesday, April 25, 2017

পাংশায় বৈশাখের বৃষ্টিতে তলিয়ে গিয়েছে ফসলের মাঠ

মাসুদ রেজা শিশির ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় বৈশাখের বৃষ্টিতে তলিয়ে গিয়েছে কৃষকদের ফসলের মাঠ। উপজেলার মৌরাট ইউপির বাগদুলী বাজারের পার্শের মাঠে গতকাল শনিবার গিয়ে দেখাযায় স্থানীয় চাষীদের বপন করা পাটের জমিতে বৃষ্টির পানি জমে রয়েছে যে কারনে নষ্ঠ হয়েযেতে পারে পাট একই দৃশ্য দেখাযায় উপজেলার শরিসা ইউপির বহলাডাঙ্গা, বনগ্রাম,খামারডাঙ্গা,দেওয়াবাড়ীয়া গ্রামের মাঠে সেখানকার কৃষকদের সাথে কথা হলে তারা বলেন পিয়াজ চাষ করার পর আমরা পাট বপন করেছিল কিছু দিন আগে বৃষ্ঠি না থাকায় অনেক কষ্ঠ করে পাটের জমিতে সেচ দিয়েছি কিন্তু হটাৎ গত ২দিনের বৃষ্টিতে মাঠের পাট তলিয়ে গিয়েছে দির্ঘ কয়েকদিন এই ছোট পাট পানির নিচে থাকলে পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে শরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন এ বৃষ্টি কৃষকের কিছু উপকার হলেও অধিক কৃষক ক্ষতিগ্রস্থ হবে। কি পরিমান পাটের জমি বৃষ্টিতে তলিয়ে গেছে এরুপ সঠিক কোন তথ্য উপজেলা কৃষি অফিসে নেই তবে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হবে বলে কৃষি অফিস সুত্র জানিয়েছে।

শেয়ার করুন

0 facebook: