Monday, May 1, 2017

গজারিয়া বিল মৎস্যজীবি ও মৎস খামার সমবায় সমিতি লিঃ উদ্দ্যেগে কালুখালীর গজারিয়া বিল সংলগ্ন খালের পার দিয়ে নিজেস্ব অর্থায়নে রাস্তা নির্মান

গজারিয়া বিল মৎস্যজীবি ও মৎস খামার সমবায় সমিতি লিঃ উদ্দ্যেগে 
কালুখালীর গজারিয়া বিল সংলগ্ন খালের পার দিয়ে নিজেস্ব অর্থায়নে রাস্তা নির্মান 
মাসুদ রেজা শিশির  ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউপির কাসাদাহ করকলিয়া গ্রামের গজারিয়া বিল সংলগ্ন খালের পার দিয়ে গ্রামীন রাস্তা সংস্কারের উদ্দ্যোগ নিয়েছেন রাজবাড়ী সাপের খামারকে কেন্দ্র করে গড়ে উঠা গজারিয়া বিল মৎস্যজীবি ও মৎস খামার সমবায় সমিতি লিঃ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন মৃগী ইউপি চেযারম্যান মোঃ শহীদুজ্জামান সাগর মোল্লা। এসময় গজারিয়া বিল মৎস্যজীবি ও মৎস্য খামার সমবায় সমিতির সভাপতি যুবলীগ নেতা মাসুদ মোল্লা, সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সাপের খামারের প্রধান উদ্যেক্তা মোঃ রবিউল ইসলাম রঞ্জু মল্লিক, উপজেলা প্রেসক্লাব পাংশার সাধারণ সম্পাদক মাসুদ রেজা শিশির,কালুখালী প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম,স্থানীয় হাজী হোসেন আলী,আক্কাস আলী বিশ্বাস,সমবায় সমিতির সদস্য আলমগীর হোসেন,রমেশচন্দ্র বিশ্বাস,মনজিৎ বিশ্বাস,প্রদ্বীব বিশ্বাস প্রমুখ। কাসাদাহ গ্রামের শ্রী সুধির কুমার বিশ্বাসের বাড়ী থেকে বিলের মাঝ প্রর্যন্ত ১ কিলো মিটার রাস্তার হচ্ছে যা ওই এলাকার কৃষকদের সকল মৌসুমের ফসল ঘরে তুলতে সহায়ক ভুমিকা পালন করবে। ইউপি চেয়ারম্যান শহীদুজ্জান সাগর মোল্লা উদ্বোধন কালে বলেন এটি মহতী উদ্দ্যোগ যারা এলাকাবাসির উন্নয়নের কথা চিন্তা করে তারা নিজেদের অর্থায়নে এরুপ ভাল কাজ করে থাকে।  


শেয়ার করুন

0 facebook: