পাংশার মৌরাট বৈশাখী উদ্যাপন কমিটির আয়োজনে র্যালী
ও আলোচনা সভা
মাসুদ রেজা শিশির ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট
বৈশাখী উদ্যাপন কমিটির আয়োজনে বর্ষরণ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। সকালে মৌরাট ইউনিয়ন আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী সরদারের সভাপতিত্বে র্যালীতে
অংশ গ্রহণ করেন বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক,বাগদুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক রবীন্দ্রাথ বিশ্বাস,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য আজিমুদ্দিন
শেখসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীগন র্যালীতে অংশ
গ্রহণ করেন র্যালীটি বাগদুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে বাগদুলী বাজার পদক্ষিণ
শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। পরে বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
খবর বিভাগঃ
পাংশার খবর
0 facebook: