Wednesday, May 3, 2017

বড়পুকুরিয়া কয়লা খনি

খনি কর্তৃপক্ষের দায়েরকৃত মামলা প্রত্যাহার ও দুই কর্মকর্তা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ।

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) 
বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্থদের সংগঠন পরিবেশ, জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক মশিউর রহমান বুলবুল, কয়লাখনি গেটের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও রায়হান আলীসহ ৫ জনের নামে কয়লাখনি কর্তৃপক্ষের দায়েরকৃত মামলা প্রত্যাহার ও খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হাবিব উদ্দিন ও ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ মাসুদ কে আগামী ৭ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে ৬টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বড়পুকুরিয়া বাজারের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব ও বক্তব্য দেন পরিবেশ, জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক মশিউর রহমান বুলবুল, লিয়াকত আলী, সাইদুর রহমান, মামুনুর রশিদ, আলহাজ¦ রুহুল আমিন, সুলতান মাহমুদ, ব্যবসায়ী সমিতির নেতা আব্দুর রাজ্জাক, রায়হান আলী প্রমুখ। বক্তারা বলেন, কয়লা খনির কারণে ইতিমধ্যে ১০ গ্রামের মানুষের বাড়ী ঘরে ফাটল ধরেছে, দেবে গেছে, প্রতিরাতে কম্পন হচ্ছে, মানুষজন আতংকে রাতের বেলায় বাড়ীতে ঘুমুতে পারছে না। গ্রামগুলোতে টিউবওয়েলে পানি উঠছে না, পুকুর ও নিচু ভূমিতে পানি থাকছে না। এসব কারণে ক্ষতিগ্রস্থ মানুষজন গত নভেম্বর মাস থেকে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে আসছে। কয়লাখনি কর্তৃপক্ষ তাদের ন্যায়সংগত দাবি পূরণ না করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গত ২৪ এপ্রিল পার্বতীপুর মডেল থানায় খনি কর্তৃপক্ষের দায়েরকৃত মামলাটিকে মিথ্যা মামলা হিসেবে অভিহিত করেন বক্তারা। তারা আগামী ৭ দিনের মধ্যে এ মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে কয়লাখনির এমডি প্রকৌশলী হাবিব উদ্দিন ও ম্যানেজার (প্রশাসন) মোঃ মাসুদকে প্রত্যাহার করে নেওয়ার দাবি করেন। অন্যথায় ৭ দিন পর কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষনা দেওয়া হয়। 

শেয়ার করুন

0 facebook: