Friday, May 5, 2017

গ্রাম বিকাশ কেন্দ্রের লিফট ও সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা ও মতবিনিময় সভা





রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র’র লিফট কর্মসূচির আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বিকেল ৫টায়। বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের মহিপুর গ্রামে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ড. মোঃ জসীম উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন), পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ), মোয়াজ্জেম হোসেন, প্রধান নির্বাহী, গ্রাম বিকাশ কেন্দ্র, এ কিউ এম গোলাম মাওলা মহাব্যবস্থাপক, পিকেএসএফ ও ভূপেশ রায়, এসইডি –জিবিকে। আরও উপস্থিত ছিলেন, মোঃ মনিরুজ্জামান চৌধুরী, হেড অব অপারেশন-এমএফ জিবিকে, মোঃ আতিকুজ্জামান, লিফট কর্মসূচীর সমন্বয়কারী জিবিকে। মতবিনিময় সভায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর পক্ষে কথা বলেন পলি কিস্কু, মন্ত্রী মুর্মূ, সেলিনা সরেন প্রমুখ। তাঁদের নিম্ন স্তরের আয়-উপার্জন, খাবার পানি, চিকিৎসা এবং প্রাইমারী শিক্ষার সমস্যা নিয়ে কথা বলেন তাঁরা। এসময় তারা বলেন, কাজ না থাকলে পেটে ভাত যায় না, চৈত্র-বৈশাখ মাসে টিউবওয়েলগুলোতে পানি উঠে না, স্বাস্থ্য সেবার জন্য ১২ কি. মি. দূরে যেতে হয়, প্রাইমারী স্কুলের শিক্ষকরা নৃ-তাত্বিক জনগোষ্ঠীর ভাষা-ভাষীর না হওয়ায় তাঁদের বাচ্চাদের ভাষা বুঝতে কষ্ট হয়। এ ব্যাপারে ড. মোঃ জসীম উদ্দিন বলেন, আরও ৫০০ নৃ-গোষ্ঠীকে কুচিয়া চাষের আওতায় আনা হবে।  এমবিবিএস ডাক্তার এসে তাদের গ্রামগুলোতে চিকিৎসা সেবা দিয়ে যাবে। তিনি আরও বলেন, বাচ্চারা যাতে নৃ-গোষ্ঠীর এবং বাংলা উভয় ভাষা শিখতে পারে সে ব্যপারে ব্যবস্থ্যা গ্রহণ করা হবে। তাছাড়াও নৃ-গোষ্ঠীর কলেজ পড়–য়া ছেলে মেয়েদেরকে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন। পরে তিনি সেখানে কুচিয়া মাছ চাষের কাজ উদ্বোধন করেন। 
গ্রাম বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, তাদের সকল কর্ম এলাকায় নৃৃ-গোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নের জন্য সবাইকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং পিকেএসএফ এর অব্যাহত সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

0 facebook: