ফেসবুক
মোছাঃহাফিজা খাতুন
ক্লাস-নবম,মৌবন মাঃবিঃ
ছেলেমেয়েরা ছেড়েছে আজ বইখাতা নোটবুক
যাহার নেশায় মেতেছে তারা,তার নাম ফেসবুক।
লেখাপড়া সব বন্ধ করে ঢ়ুকে বদ্ধ ঘরে
সারাক্ষণ ফেসবুক চালায়, টাকা নষ্ট করে।
ফেসবুক চালিয়ে করবে নাকি,জীবন তারা ধন্য
Mb ফুরিয়ে গেলে তারা,লাফাবে টাকার জন্য।
না দিলে টাকা পয়সা,করবে তারা চুরি
চুরি করতে করতে তারা হয়ে যাবে সন্ত্রাসী।
নিজের জীবন করবে নষ্ট,অন্যদেরও করবে নষ্ট।
জীবন তাদের চলে গেলেও ফেসবুক নাহি ছাড়বে!!!!!

হলুদ পাখি
সুমাইয়া খাতুন
ক্লাসঃসপ্তম। সারুটিয়া মাঃবিঃ
হলুদ পাখি তোমায় ডাকি,এসো আমার বাড়ি।
বাড়ির পাশে খেজুর গাছে,বাধা রসের হাড়ি।
আসবে তুমি বসতে দেব,খাবে ভাপা পিঠা
সঙ্গে দেব খৈ মুড়কি,খেজুর গুড়ের মিঠে।
ছোট্র খুকি নাচছে দেখো,ঝুমুর ঝুমুর তালে
কত রকম সাজ করেছে,রং দিয়েছে গালে।
হাতে তাহার কাচের চুরি,পায়ে রুপার মল
পড়নে দেখ লাল শাড়ি,করছে ঝলমল।
খবর বিভাগঃ
কবিতা
0 facebook: