Tuesday, August 15, 2017

যাদুর লাটিম এ সময়ের প্রতিচ্ছবি

যাদুর লাটিম এ সময়ের প্রতিচ্ছবি

শারমিন ইসলাম 


ইফরিদ কুফরিদ নামে দুষ্ট জীন মানুষের শিরায় উপশিরায় ঢুকে মানুষের মনে সন্দেহ ও অবিশ্বাসের বিষ ঢেলে দেয় ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে শহর জুড়ে সৃষ্টি করে নৈরাজ্য নগরের গভনর কালো যাদু মন্ত্র দিয়ে জীন ইফরিদ কে নিজের নিয়ত্রনে রেখে নিজস্বার্থে ব্যবহার করে একই সাথে তার অনুগত পুলিশ প্রধানকে দিয়ে তার হীন কর্ম বাস্তবায়ন করে অন্যদিকে জিন কুফরিদ তিন হাজার বছর বন্দি থাকে যাদুর পাত্রে এমনি অদ্ভুতুড়ে নাটকীতায় সাথে বর্তমান বিশ্বের প্রবহামান ঘটনাবলীর মিলেয়ে শুরু মঞ্চ নাটক যাদুর লাটিমের নোবেল বিজয়ী মিশরীয় ঔপন্যাসিক নাগিব মাহজুজের এরাবিয়ান নাইটস অ্যান্ড ডেজ অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন রফিক হারিরি নির্দেশনায় আছেন মীর বরকত জানা যায় , যাদুর লাটিম এক কল্পিত নগরের ইফরিদ কুফরিদ দুষ্ট জিনের গল্প হলে ও সম সাময়িক বিশ্বের বাস্তবের বাইরে কিছু নয় কণ্ঠশীলন প্রযোজিত যাদুর লাটিম নাটকটি বিনোদনের ভিন্ন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা জানান   নাটকে অভিনয় করেছেন একঝাঁক তরুন তরুণী , তারা হলেন  একেএম শহীদুল্লাহ কায়সারসোহেল রানাসালাম খোকনঅনন্যা গোস্বামীরাহনুমা ইসলাম রাখীমো. আব্দুল কাইয়ুমরুবেল মজুমদারমো. ওয়ালিউল ইসলাম সাকিবনিশরাত জেবিন নিশিশেখ সাজ্জাদুর রহমান  জেএম মারুফ সিদ্দিকী,  রইস উল ইসলামমোস্তফা কামালনিবিড় রহমাননাশাত আনান চৌধুরী বিন্তুফাহিম আবরার , অনুপমা আলমনিলুফা মিমও আফরিন খান নাটকটি আগামী ২৫শে আগস্ট ২০১৭, শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তন জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে পরের দিন ২৬শে আগস্ট শনিবার সন্ধ্যা সাতটায় একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী 
অনুষ্ঠিত হবে 
 
 


শেয়ার করুন

0 facebook: