Friday, September 22, 2017

কণ্ঠশীলন প্রযোজিত নতুন আবৃত্তি প্রযোজনা ‘কঙ্ক ও লীলা’

কণ্ঠশীলন প্রযোজিত নতুন আবৃত্তি প্রযোজনা কঙ্ক ও নীলা

কঙ্ক ও নীলার আমন্ত্রণ পত্র 

শারমিন ইসলাম

২১ই আশ্বিন,১৪২৪/ ৬ই অক্টোবর, ২০১৭শুক্রবার সন্ধ্যা ৭টায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে কণ্ঠশীলন পরিবেশিত নতুন আবৃত্তি প্রযোজনা ‘কঙ্ক ও লীলা’ মঞ্চস্থ হতে যাচ্ছে । মৈমনসিংহ গীতিকা অবলম্বনে  ‘কঙ্ক ও লীলা’ প্রেম উপাখ্যান নিয়ে সাজানো হয়েছে আবৃত্তির এই পূর্ণাঙ্গ প্রযোজনাটি। চন্দ্র কুমার দে’র সংগ্রহে এটি সম্পাদনা করছেন শ্রী দীনেশ সেন । আবৃত্তি প্রযোজনাটি নির্দেশনায় আছেন লিটন বারুরি ।

কণ্ঠশীলন প্রযোজিত ‘কঙ্ক ও লীলা’  আবৃত্তি প্রযোজনায় অংশগ্রহণ করেছেন দলের প্রায় ১৪ জন আবৃতি শিল্পী । তারা হলেন – শোভন , নাঈম , বিনীতা , মিফতাহুল জান্নাত নিপুণ, সায়েম , বিধান ,হাফিজা , খাইরুন নাহার স্নিগ্ধ  , নীলা , স্মরণী , শারমিন , খুশি , রাজিয়া সুলতানা মুক্তা,  দ্যুতি ও সঞ্চারী ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড. দীনেশ চন্দ্র সেন সম্পাদিত 'মৈমনসিংহ গীতিকা' ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত হয়ে বিশ্বসাহিত্যের মর্যাদা পেয়েছে। এ গীতিকায় রয়েছে মহুয়া, চন্দ্রাবতী, দেওয়ানা মদিনা , মলুয়া, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজলরেখা ইত্যাদি পালা



শেয়ার করুন

0 facebook: