Tuesday, October 10, 2017

ড.কাজী মোতাহার হোসেন এর ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ড.কাজী মোতাহার হোসেন র ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাত্র জীবনে কোন পরীক্ষায় যিনি ২য় হননি তিনিই হলেন ড.কাজী মোতাহার হোসেন

                                   -----------জেলা প্রশাসক শওকত আলী 



মাসুদ রেজা শিশির 

 শিক্ষা  জীবনের কোন পরীক্ষায় যিনি ২য় হননি তিনিই হলে জাতীয় অধ্যাপক এশিয়া মহাদেশের শ্রেষ্ট দাবারু ড.কাজী মোতাহার হোসেন,নি¤œমধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও আজ তিনি ইতিহাসের উজ্জল নক্ষত্র তিনি পরিসংখ্যানের জনক এতো গুনেগুনান্বিত মানুষটি আত্বার টানে প্রতিনিয়তই ছুটে আসতেন নিজের মাতৃভুমি নিজ গ্রামে,এ অঞ্চলের মানুষ শিক্ষা দিক্ষায় উন্নতি সাধন করেছে এ এলাকায় অনেক গুনি মানুষের জন্ম হয়েছে,ড.কাজী মোতাহার হোসেন এর নামে সরকারী ভাবে একটি অডটরিয়াম ও একটি লাইব্রেরী করা হবে। সে জন্য স্থান নির্বাচনের কাজ চলছে ড.কাজী মোতাহার হোসেনর জীবন কর্ম অনুসরনে আমাদের জাতীয় জীবনে পরিবর্তন আনতে হবে শিক্ষা নিতে হবে তার জীবন আর্দশ থেকে। গতকাল সোমবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ড.কাজী মোতাহার হোসেনর ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী।  পাংশা উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনর সভাপতিত্বে ও ড.কাজী মোতাহার হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ বাবু বিকাশ চন্দ্রর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান,সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, মূল আলোচক ছিলেন ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অবঃ অধ্যাপক মুহাম্মদ আব্দুল ওয়াহাব,বক্তব্য রাখেন হাবাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল,কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ,পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নজীবুল্লাহ,হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসলেম উদ্দিন মনির,ড.কাজী মোতাহার হোসেন স্বরনে কবিতা আবৃত্তি করেন কলেজের শিক্ষার্থী শামীম হোসেন ও হিমেল শেখ । আলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত করেন সেনগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লা ইব্রাহিম। এ সময় বক্তরা ড.কাজী মোতাহার হোসেন এর জীবন ও কর্মের উপর আলোচনা করেন একই সাথে তার জীবন অনুসরণ করে শিক্ষার্থীদের আর্দশবান হওয়ার আবহান জানান। 



শেয়ার করুন

0 facebook: