Thursday, December 7, 2017

বেগম রোকেয়ার জন্মদিনে কণ্ঠশীলনের প্রযোজনা “মহীয়সী রোকেয়া”

বেগম রোকেয়ার জন্মদিনে কণ্ঠশীলনের প্রযোজনা “মহীয়সী রোকেয়া” 


বিনোদন প্রতিবেদক

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া । তাঁর জীবন ও কর্ম   নিয়ে কণ্ঠশীলন আয়োজন করছে “মহীয়সী রোকেয়া” । ৯ই ডিসেম্বর ২০১৭ শনিবার ,বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । এ প্রযোজনাটির  গ্রন্থনা ও নির্দেশনায় আছেন কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার ।
বেগম রোকেয়ার বিখ্যাত গ্রন্থবলী অবরোধ বাসিনী ,মতিচুর , সুলতানার  স্বপ্ন, পদ্মরাগ উপন্যাস ও চিঠিপত্র দিয়ে সাজানো হয়েছে প্রযোজনাটি। শনিবার সন্ধ্যা  সাড়ে ৬ টায় প্রদর্শনীটির পূর্বে বেগম রোকেয়ার জীবন ও কর্ম   নিয়ে আলোচনা করবেন রোকেয়া গবেষক ও নাট্যজন লাকী ইনাম ।
এই প্রযোজনাটিতে অংশগ্রহণ করেছেন  কণ্ঠশীলনের ১৩ জন আবৃত্তি শিল্পী । তারা হলেন হাসিনা হাসি, ইলা রহমান,খায়রুন নাহার স্নিগ্ধ, রাজিয়া সুলতানা মুক্তা,মিফতাহুল জান্নাত নিপুন ,শিরিন সুলতানা মিথিলা , শাহানা রহমান , আফরিন খান, আয়শা বিনতে খালেক,অনুপমা আলম,রাবেয়া হক, রোকসানা ফেরদৌসি কুইন ও সানজিদা সুলতানা ।  

শেয়ার করুন

0 facebook: