Wednesday, January 31, 2018

শৈলকুপায় এসএসসি পরীক্ষা সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শৈলকুপায় এসএসসি পরীক্ষা সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত


রাজীব মাহমুদ টিপু,


ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় আসন্ন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০১৮ সম্পূর্ণ নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ পরিদর্শকের সাথে মতবিনিময় সভা ৩০ জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১লা ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। পরীক্ষায় কোন প্রকার নকল বা জালিয়াতিকে কোনভাবে গ্রহন করা হবে না। কেন্দ্র সচিব ব্যতিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী এবং কোন শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার সাথে সম্পৃক্ত ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের অফিস কক্ষ বা পরীক্ষার হলে ঘুরাফেরা করতে পারবে না। সম্পূর্ণ নকলমুক্তভাবে এ বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে সকল সম্মানিত শিক্ষক প্রতিজ্ঞাবদ্ধ। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গণি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার মশিউর রহমান, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা প্রমুখ।এছাড়াও সকল স্কুলের শিক্ষক - শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন


শেয়ার করুন

0 facebook: