Tuesday, January 30, 2018

পার্বতীপুরে অবৈধ নির্মানে চিকিৎসাকেন্দ্র হুমকির মুখে

পার্বতীপুরে অবৈধ নির্মানে চিকিৎসাকেন্দ্র হুমকির মুখে


মনজুরুল আলম

দিনাজপুরের পার্বতীপুর শহরে অবৈধ ভাবে নির্মান কাজ শুরু করায় পাশের একটি চিকিৎসা কেন্দ্র সম্পূর্ন হুমকির মধ্যে পড়েছে। জানা যায়, শহরের নতুনবাজারে অবস্থিত ইসলাম ক্লিনিক সংলগ্ন উত্তর পাশে তালুকদার এলুমিনিয়াম স্টোরের মালিক গত সপ্তাহে তার দোকান ঘর ভেঙ্গে সেখানে বহুতল ভবন নির্মানের লক্ষ্যে মেশিনপত্র বসিয়ে ভিত্তিপ্রস্তরের কাজ শুরু করেন। তিনি পাইলিং করে পিলার দেয়ার কাজ শুরু করায় পাশের ইসলাম ক্লিনিকের দেয়ালে ফাটল ধরে এবং ক্লিনিকের ভেতরের প্রাচীরের টাইলস খসে পড়ে। ক্লিনিকের মালিক ডাঃ মোফাক্ষারুল ইসলাম জানান, দীর্ঘ ২৪ বছর ধরে এখান থেকে এলাকাবাসী চিকিৎসা সেবা নিচ্ছেন। তারা অবৈধ ভাবে গভীর রাতে পাইলিং করে বহুতল ভবনের নির্মান কাজ করিতেছে। এর ফলে আমার এক্সরে রুমে ফাটল ধরে টাইলস খুলে গেছে। যে কোন মুহুর্তে দেয়াল ধসে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে এবং আমার মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি প্রাণহানির আশংকা দেখা দিয়েছে। এ অবৈধ নির্মান কাজ বন্ধের ব্যাপারে আমি উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা মেয়র ও থানা পুলিশের কাছে অভিযোগ করেছি। গতকাল সোমবার ঘটনাস্থলে দেখা গেছে, ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগী সহ অন্যরা আতংকিত অবস্থায় দিনাতিপাত করছেন। 


শেয়ার করুন

0 facebook: