Monday, January 22, 2018

পার্বতীপুরে র‌্যাবের অভিযান

পার্বতীপুরে র‌্যাবের অভিযান
 ৩০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুই পুলিশ ক্লোজড্

এমএ আলম বাবলু

দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে ৩০ পিস্ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। এ কাজে বাধা প্রদানের অভিযোগে পার্বতীপুর রেলওয়ে থানার শহর ফাঁড়ির দুই কনস্টেবলকেও প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার এ ঘটনা ঘটে।  এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় মামলা হয়েছে। 

জানা গেছে, শনিবার বেলা ১টার দিকে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কাওসার আলীর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য পার্বতীপুর শহরের নতুন বাজারের জোনাকী ফুড ভিলেজ হোটেল এলাকায় অভিযান চালায়। এ সময় তারা সৈকত আলী (১৯) নামে এক মাদব ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। সৈকত আলী পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দরী পাড়া গ্রামের একরামুল হকের ছেলে। তাকে গ্রেপ্তারের সময় সাদা পোষাকে থাকা পার্বতীপুর রেলওয়ে থানার টাউনফাঁড়ির দুই কন্স্টেবল মাহমুদ হাসান ও সাগর কুমার রায় বাধা দেয়। র‌্যাব বিষয়টি রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করলে ঐ দিনই তাদের সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের উপ-পরিচালক শহিদুল ইসলাম বাদী হয়ে ১৯৯০সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯ ধারায় শনিবার রাতে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।



শেয়ার করুন

0 facebook: