Tuesday, January 30, 2018

পার্বতীপুরে বোরো রোপনে ব্যস্ত কৃষকরা ॥ কোল্ড ইনজুরীতে বীজতলা

পার্বতীপুরে বোরো রোপনে ব্যস্ত কৃষকরা ॥ কোল্ড ইনজুরীতে বীজতলা


এম এ আলম বাবলু

হিমেল বাতাস আর হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে চলতি বোরো মৌসুমে বোরো ধান রোপনে ব্যস্ত হয়ে পড়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কৃষকরা। দিনাজপুরের উদ্বৃত্ত খাদ্য ভান্ডার ধান প্রধান এলাকা পার্বতীপুরের মাঠ জুড়ে এখন বোরো ধানের চারা রোপনের মহোৎসব চলছে। অন্যদিকে সর্বনি¤œ তাপমাত্রা, ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহে কোল্ড ইনজুরি ছত্রাকে আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে বোরো বীজতলা। এ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। কৃষি বিভাগ আধুনিক পদ্ধদিতে বোরো চাষের পরামর্শ দিচ্ছেন তাদের। কোল্ড ইনজুরির ছত্রাকে আক্রান্ত হয়ে হলদে ফ্যাকাশে রং ধারন করেছে বোরো বীজতলা। এসব চারা দিয়ে বোরো চাষ কতটা ফল দেবে তা ভাবাচ্ছে কৃষকদের। বীজতলা নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষেতে কৃষি শ্রমিকদের কাজেও ব্যাঘাত ঘটাচ্ছে হাঁড় কাপানো শীত। ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে তাড়া। পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ২৪হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে। বোরো ধান চাষের জন্য জমি তৈরী, বীজতলা পরিচর্যা ও চারা রোপনের কাজে এখন ব্যস্ত পার্বতীপুরের কৃষক। এর মধ্যে বীজতলা নিয়ে চিন্তার ভাঁজ তাদের কপালে।


শেয়ার করুন

0 facebook: