Tuesday, January 9, 2018

বিরলে বাকবিশিসর ১১ দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলীপি প্রদান

বিরলে বাকবিশিসর ১১ দফা দাবি আদায়ে 

প্রধানমন্ত্রীর নিকট স্মারকলীপি প্রদান


তাজুল ইসলাম

দিনাজপুরের বিরলে বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সিমিতির (বাকবিশিস) নের্তৃবৃন্দ ১১ দফা দাবী সম্বলিত একটি স্মারক লীপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে পেশ করেছেন।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে স্মারকলীপি গ্রহন করেন অফিস সুপার অনুপ কুমার রায়।মঙ্গলবার সকাল ১১ টায় শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ীভাড়া ও চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবী বাস্তবায়নের দাবি সম্বলিত ওই স্মারকলীপি দিয়েছেন।এসময় বাংলাদেশ কলেজ বিশ্ব বিদ্যালয় শিক্ষক সিমিতি (বাকবিশিস) এর সভাপতি ও বিরল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, সহ-সভাপতি ও কাঞ্চন নিউ মডেল কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, ধুকুরঝাড়ী করেঝের অধ্যক্ষ আমিনুল ইসলাম, জগৎপুর কলেজের অধ্যক্ষ ওয়াজেবুল ইসলাম, মুন্সিপাড়া আদর্শ কলেজের অধ্যক্ষ লাইসুর রহমান, ফরক্কাবাদ এনআই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান এবং বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল।এছাড়া বিভিন্ন কলেজের  শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 facebook: