Tuesday, January 23, 2018

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ


মনজুরুল আলম 

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন কাজে শ্রমিক নিয়োগের দাবীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলন পরিচালনা কমিটির বিক্ষোভ মিছিল করেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে¡ ধাপের বাজার থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল বের হয়ে কয়লা খনি এলাকা প্রদক্ষিন করে অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। বক্তব্য রাখেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবু সাঈদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন দিনাজপুর শাখার সভাপতি এস এম নুরুজ্জামান, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক রবিউল ইসলাম, আলম, নুর আলম, আফজাল হোসেন, মিজানুর রহমান, মহিবুল ইসলাম, দুলু মিয়া, মহসিন আলী, শাহন আলী প্রমূখ।

বক্তারা বলেন, প্রায়  এক হাজার শ্রমিক দক্ষতার সাথে ৩য় ইউনিটে কাজ সম্পুর্ন করে এবং তারা সে কাজে অভিজ্ঞ ও দক্ষতা অর্জন করেছে। আমরা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টান্যাশনাল  কর্তৃপক্ষের নিকট ২৬/১০/২০১৭ইং তারিখে ও ০৯/১১/২০১৭ইং এবং ০৮/১২/২০১৭ইং তারিখে প্রায় ২শ’ শ্রমিক বিভিন্ন কাজে নিয়োগের আবেদন করি। কিন্ত কর্তৃপক্ষ কর্মহীণ রেখে বাহির থেকে বিদ্যুৎ উৎপাদন ও বিতরন কাজে লোক নিয়োগ করার প্রক্রিয়া চালাচ্ছেন। আমাদের নিয়োগ না দিয়ে বাহির থেকে কোন নিয়োগ দেয়া হলে তা প্রতিহত করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়ে বাধ্য করা হবে। 



শেয়ার করুন

0 facebook: