Thursday, January 11, 2018

বর্তমান সরকারের উন্নয়ন সফলতা তুলে ধরে পাংশায় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

বর্তমান সরকারের উন্নয়ন সফলতা তুলে ধরেপাংশায় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

 


মাসুদ রেজা শিশির 

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্তমান সরকারের অগ্রযাত্রার ৯ বছরের সাফল্য শীর্ষক ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশপ্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান (ওদুদ)। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহমেদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শেখ রাশেদউজ্জামান। এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি সেক্টরে সমানভাবে উন্নয়ন করে চলেছে। সরকারের অগ্রযাত্রায় ৯ বছর অতিবাহিত হয়েছে। এ অগ্রযাত্রায় সরকার দেশের প্রতিটি রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, স্কুল-কলেজে উন্নয়ন করেছে। উন্নয়নের ধারায় পাংশা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন নির্মাণাধীন রয়েছে। উপজেলার প্রতিটি স্কুল-কলেজে বিল্ডিং নির্মাণ। শিক্ষার মান উন্নয়ন, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা চালু করেছে।  দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। আগামীতে পুনরায় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া এ সরকারের যুগান্তকারী পদক্ষেপ। আমাদের সময় পুরাতন বই দিয়ে লেখাপড়া করতে হতো। এখন নতুন বই দেখে লোভ লাগে। বর্তমান সরকারের উন্নয়ন ত্বরান্বিত করতে পুনরায় আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাহলে দেশের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বর্ণনা দিতে গেলে মেলা শেষ হয়ে যাবে, তবুও উন্নয়নের কথা শেষ হবে না। সকলের স্বত:স্ফুর্ত অংশগ্রহণই প্রমান করে আজকের এই উন্নয়ন মেলা সফল ও সার্থক। পরে অতিথিবৃন্দ মেলায় সরকারের উপজেলার সকল দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।


শেয়ার করুন

0 facebook: