Friday, January 19, 2018

পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এস এসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত


পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এস এসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত



মাসুদ রেজা শিশির 

রাজবাড়ীর পাংশা শহরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এস এসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নজীবুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা আ.লীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ,সহকারী কমিশনার (ভূমি) শেখ রাশেদ উজ্জামান,মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাহিদ আক্তার,সহকারী প্রধান শিক্ষক রাশিদা খাতুন,শিক্ষক আব্দুল আজ্জিজ প্রমুখ। এসময় বিদায়ী শিক্ষার্থীরা হৃদয় বিদারক মানপত্র তুলে ধরে বক্তব্য রাখেন একই সাথে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্য পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান বলেন আমিও এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম তিনি স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন এখন জীবনের পথ বেছে নেওয়ার সময় এখন ভাল করলে ভবিষ্যৎ ভাল হবে,শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন তোমরা কখনও মাদক ধরবা না মাদক থেকে দুরে থাকতে হবে মাদক আমাদের যুব সমাজকে ধংষ করে দিচ্ছে। একই সাথে তিসি ছাত্রীদের উদ্দেশ্য বলেন তোমরা বাল্য বিবাহ থেকে দুরে থাকবে। 

শেয়ার করুন

0 facebook: