Monday, January 29, 2018

পাংশায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত

পাংশায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত



মাসুদ রেজা শিশির


রাজবাড়ীর পাংশা পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় চত্ত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান (ওদুদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম  নাছিম আখতার, সাবেক প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী,পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র লাভলু বিশ্বাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আহম্মদ হোসেন মালু, অশোক কুমার পাল, নুরু শেখ, ও জান্নাতুল ফেরদৌস প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান (ওদুদ)। পরে বিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে সেই সকল ব্যক্তি ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ লোকমান হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন জানান, ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে ১৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এদের মধ্যে বিজ্ঞান শাখায় ১৩২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। 


শেয়ার করুন

0 facebook: