Saturday, February 17, 2018

জননেত্রী শেখ হাসিনা জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ----বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি

পাংশার হাটবনগ্রাম মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভিত্তি প্রস্তর স্থাপন
জননেত্রী শেখ হাসিনা জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন
                                                                           -----বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি




মাসুদ রেজা শিশির 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। তিনি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ এখন চিকিৎসার অভাবে অকাল মৃত্যুতে মরে না। জননেত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক গড়ে তুলেছেন। সেখানে গর্ভবর্তী থেকে শুরু করে শিশুসহ বয়:বৃদ্ধরা চিকিৎসা সেবা পাচ্ছেন। আওয়ামীলীগ সরকার দেশের সকল সেক্টরে উন্নয়ন করে চলেছে। বর্তমান সরকার স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদ-মন্দির, ব্রীজ-কালভার্ট, রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করেছে। প্রতিটি এলাকার রাস্তার উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ৩য় সৎ এবং সফল রাষ্ট্রনায়ক হিসেবে আজ বিশ্বে পরিচিতি লাভ করেছেন। 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাৎ করার অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছে। বিএনপি ক্ষমতায় থেকে দেশে কোন উন্নয়ন করেনি। তারা সকল সেক্টরে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছিল। তারা সাধারণ মানুষের অর্থ লুটপাট করেছে। আগামী নির্বাচনে বিএনপি জনগণের কাছে  ভোট চাইবে কি নিয়ে। তারা দেশে কোন উন্নয়ন করেনি। তারা মানুষের পুকুরের মাছ চুরি করেছে, রাস্তার গাছ কেটেছে, চুরি-ডাকাতি-ছিনতাই করেছে। বাংলাদেশের মানুষ আজ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে হাটবনগ্রাম মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভিত্তি প্রস্তর স্থাপনকালে উদ্বোধক হিসেবে রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন আগামীতে পাংশাতে ইনস্টিটিউট হেলথ্ টেকনোলজি (আইএইচটি) স্থাপন করা হবে। রাজবাড়ীর সিভিল সার্জন মোঃ রহিম বক্স এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটবনগ্রাম মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর জমিদাতা ডিডিসি লিঃ ঢাকা’র ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর ইঞ্জিনিয়ার এ,কে,এম রফিক উদ্দিন (পান্না মিয়া)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিডিসি লিঃ ঢাকা’র পরিচালক নিলুফার রফিক, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান (ওদুদ), স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফরিদপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুল আলম, পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সহধর্মিনী মিসেসে সাঈদা হাকিম, অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) সুলতান মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম, পাংশা উপজেলার প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী খান, কসবমাজাইল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সরিষা ইউপি চেয়ারম্যান আজমল-আল বাহার, সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সোবাহান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ,এফ,এম শফিউদ্দিন পাতা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 facebook: