Thursday, February 15, 2018

পার্বতীপুরে আন্তঃনগর ট্রেন থেকে আমদানী নিষিদ্ধ ৫শ’ পিচ এ্যাম্পুল উদ্ধার

পার্বতীপুরে আন্তঃনগর ট্রেন থেকে আমদানী নিষিদ্ধ ৫শপিচ এ্যাম্পুল উদ্ধার

 

এম আলম বাবলু
পার্বতীপুর রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস আই মোঃ ইমরান হোসাইন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আজ বুধবার ভোর রাত ৪টা ৩৫ মিনিটে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে ঢোকার পথে ট্রেনেরবগিতে তল্লাশি চালিয়ে বগির টয়লেটের ভিতরের কোমোডের পাশে কালো পলিথিন ব্যাগে লুকিয়ে রাখা ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫শপিচ নেশার ইনজেকশন এ্যাম্পুল উদ্ধার করা হয় উদ্ধারকৃত এ্যাম্পুলের আনুমানিক মূল্য লাখ টাকা পার্বতীপুর রেলওয়ে থানার এস আই ইমরান হোসাইন এই অভিযানের নেতৃত্বদেন এ্যাম্পল উদ্ধারকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ্যাম্পুল বহনকারী মাদক ব্যবসায়ী গা ঢাকা দেয় এই আই ইমরান হোসাইন বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ইতোমধ্যে বেশ কিছু মাদক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকা-দিনাজপুরের মধ্যে চলাচলকারী আন্তঃনগর যাত্রীবাহি দ্রুতযান ট্রেন থেকে ভারতীয় আমাদানী নিষিদ্ধ ৫শপিচ নেশার ইনজেকশন এ্যাম্পুল উদ্ধার করেছে আজ বুধবার ভোর রাতে দ্রুতযান ট্রেনের টয়লেটের কোমোটের পাশ থেকে এই এ্যাম্পুলগুলি উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য লাখ টাকা


শেয়ার করুন

0 facebook: