Sunday, February 25, 2018

আচমকা চলে গেলেন বলিউডের “রুপ কী রানী” ও বরেণ্য অভিনেত্রী শ্রীদেবী


 আচমকা চলে গেলেন বলিউডের “রুপ কী রানী” ও বরেণ্য অভিনেত্রী শ্রীদেবীমাত্র ৫৪ বছর বয়সে দুবাইয়ে মারা গেলেন বরেণ্য  অভিনেত্রী শ্রীদেবী । শনিবার রাত ১১ থাকে ১১.৩০ এর মধ্য হৃদরোগে আক্রান্ত হন তিনি ।  তারপর সব শেষ । এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন তিনি । সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি ।
১৯৬৭ তে ৪ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে তামিল ছবি “থুনাইভান” এ প্রথম অভিনয় । বলিউডে অভিনেত্রী হিসেবে ১৯৭৮ সালে “সোলয়া সাওয়ান” ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ । ২০১৩ সালে  সিনেমায় তাঁর অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মশ্রী   সম্মানে ভূষিত  করেন ।শেয়ার করুন

0 facebook: