Monday, February 19, 2018

স্ব-উদ্যোগে ২০৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান

স্ব-উদ্যোগে ২০৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান



পার্বতীপুর স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টি নন্দন শহীদ মিনার ও পার্ক নির্মান

এম এ আলম বাবলু


১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রর্দশন সহ বাংলা ভাষার যথাযথ মূল্যায়নের জন্য পার্বতীপুর উপজেলার ২০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  স্ব-উদ্যোগে শহীদ মিনার নির্মান করা হয়েছে। এরই ধারাবাহিকতা পার্বতীপুর শহরের রহমতনগর এলাকায় ১৯৭২ সালে স্থাপিত স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে স্ব-উদ্যোগে দৃষ্টিনন্দন শহীদ মিনার নিমার্ন ও পার্ক গড়ে তোলা হয়েছে। স্টার মডেল প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মজিদুল ইসলমের সহযোগীতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা নুজহাত জেরিন বিদ্যালয়টিতে স্ব-উদ্যোগে একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মান সহ শিশুদের জন্য বিনোদন পার্ক নির্মান করেছেন। যা বিদ্যালয়টির শুভাবর্ধন করছে। এই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবি মোঃ মজিদুল ইসলাম জানান, শুধু মাত্র ব্যাক্তি প্রচেষ্টায় একটি বিদ্যালয়কে সুন্দর করে সাজানো যায় তার বড় প্রমান স্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এই বিদ্যালয়ের এক জনসভায় পার্বতীপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্ব-উদ্যোগে শহীদ মিনার নির্মানের ঘোষনা দিয়েছেন। সেই ঘোষনা মোতাবেক পার্বতীপুর উপজেলার ২০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মিত হয়েছে। আগামী ২০শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক  জনসভায় এই শহীদ মিনারগুলোর আনুষ্ঠানিক উদ্ভোদন করবেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান এম পি।


শেয়ার করুন

0 facebook: