Sunday, March 18, 2018

পার্বতীপুরে বারুনী মেলা অনুষ্ঠিত

পার্বতীপুরে বারুনী মেলা অনুষ্ঠিত

এম এ আলম বাবলু 
পার্বতীপুর ও বদরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মজে যাওয়া করতোযা নদী তীরে গতকাল বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের পবিত্র করতোয়া স্নান ও বারুনী মেলা অনুষ্ঠিত হয়। এই  উপলক্ষে আশ পাশের জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পুণ্যার্থী বৃহস্পতিবার সকাল থেকে  করতোয়া উভয়তীরে সমবেত হন। প্রতিবছর ফাল্গুন - চৈত্র মাসের চাঁদের ত্রয়োদশ মধুকৃষ্ণ তিথিতে শতবর্ষের প্রাচীন এ বারুনী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষ্যে সুর্যোদয়ের সাথে সাথে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিন্ডদান, শ্রাদ্ধ ও পিতৃতর্পনের মাধ্যমে পূন্যার্থীদের পুণ্য¯স্নান শুরু হয় চলে সুর্যাস্ত পর্যন্ত। বারুনী মেলায় আসা পার্বতীপুর ডিগ্রী কলেজের প্রভাষক ও নওগার পত্মীতলা উপজেলার দক্ষিণ মামুদপুর গ্রামের তন্ময় কুমার মন্ডল জানান, তাদের বিশ্বাস এ তিথিতে ¯স্নান করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং পিতৃপুরুষের স্বর্গ লাভ ঘটে। করতোয়া ¯স্নান  হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় সমাবেশ হলেও হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষের উপস্থিতিতে প্রতিবছর মেলাটি সকল ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়


শেয়ার করুন

0 facebook: