Friday, March 30, 2018

পার্বতীপুরে শিলা বৃষ্টি নিহত ১, আহত ৫

পার্বতীপুরে শিলা বৃষ্টি নিহত ১, আহত ৫

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)

দিনাজপুরের পার্বতীপুরে আজ শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টির আঘাতে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫জন। এসময় টিনের চালাবিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে সব থেকে বেশি। শতকরা ৬০ ভাগ টিনের চাল শিলা পাথরের আঘাতে ফুঁটো হয়েগেছে।
জানাযায়, দুপুর ১২টায় পার্বতীপুর শহরে ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। ১০মিনিট স্থায়ী শিলা বৃষ্টি ঘূর্ণিঝড়ে অসংখ্য ঘড় বাড়ি ও টিনের চাল ফুঁটো হয়ে যায়। উপজেলার ১০টি ইউনিয়নের আম, লিচু, ভুট্টা ও গমের ব্যপক ক্ষতি হয়েছে বলে জানাগেছে। শিলা পাথরের আঘাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের সৈয়দআলী (৫৫) নামে এক ব্যাক্তি মারা গেছেন। সৈয়দআলী বাবার নাম মৃত লাল মোহাম্মদ। ঘূর্ণিঝড়ের সময় সে তার নিজ ঘরের টিনের চালা সংস্কার করছিলেন। শিলা পাথরের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অন্যদিকে, পৌরসভার দক্ষিণপাড়া মহল্লার একজন গৃহিনী (নাম জানা যায়নি) শিলা পাথরের আঘাতে আহত হন। একই সময় গোলামরসুল মিন্টু নামের এক ব্যক্তি (৫২) শহরের রস্তমনগর মহল্লার তার নিজ বাড়িতে শিলা পাথরের আঘাতে আহত হয়েছেন।শেয়ার করুন

0 facebook: