Sunday, March 25, 2018

দরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে


দরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে

মাসুদ রেজা শিশির 

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী এশতেহারে গৃহহীন মানুষের ঘর নির্মান ও ১০টাকা কেজি করে চাউল প্রদানের যে ঘোষনা দিয়েছিলেন আজ তা বাস্তবে রুপ লাভ করেছে,রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর সভায় যাদের জমি আছে ঘর নেই এরুপ ২শতাধীক ব্যাক্তি ঘর নির্মান করে দিয়েছে। নির্মিত এ প্রতিটি ঘর ১লক্ষ টাকা দিয়ে করা হয়েছে। ঘর পাওয়া একাধীক ব্যাক্তির অনুভূতি জানতে তাদের সাথে কথা হলে উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামের নজরুল ইসলামে বিধবা স্ত্রী হালিমন জানান তার ২টি মেয়ে সন্তান রয়েছে কষ্ঠ করে তাদের বিয়ে দিয়ে দিয়েছেন মাঝে মধ্যে মেয়ে জামাই খোজখবর রাখলেও থাকতেন একটি ছাপড়া ঘরের মধ্যে একটু বৃষ্টি বা ঝড় এলে অন্যের ঘরে আশ্রায় নিয়ে থাকতে হত। এই বিধবা জানান সরকার থেকে আমার একটি ঘর দেওযায় আমি ভীষন খুশি এখন আর পরের বাড়ীতে আশ্রায় নেওয়া লাগবে না। এরুপ অনেকেই আজ সরকারের এ সাফল্য ভোগ করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে পাংশা উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তদারকিতে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের প্রচেষ্টা ও সকল ইউনিয়ন চেয়ারম্যানদের সহযোগীতায় সরকারের এ উদ্দ্যোগ সাফল্যের মুখ দেখতে শুরু করেছে। যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান বলেন আমাদের সরকার এ গৃহহীন মানুষদের খুজে বের করে তাদের গৃহ নির্মান করে দিচ্ছে এ প্রকল্প অব্যহত থাকলে আমাদের এলাকার আরো কিছু দরিদ্র মানুষ এ সুবিধা ভোগ করবে। 





শেয়ার করুন

0 facebook: