Saturday, March 31, 2018

শিলাবৃষ্টিতে কৃষকের চরম ক্ষতি

শিলাবৃষ্টিতে কৃষকের চরম ক্ষতি

মাসুদ রেজা শিশির   

রাজবাড়ীর পাংশায় হটাৎ ঝড়ো বাতাশ আর শিলা বৃষ্টিতে উপজেলার ৩টি ইউনিয়নের কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি সাধান হয়েছে। শুক্রবার পড়ন্ত বিকালে হটাৎ করে বয়ে যাওয়া প্রাকৃতিক এ দূর্যোগে উপজেলার বাহাদুরপুর,হাবাসপুর ও যশাই ইউনিয়নের কৃষকদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানিয়েছেন মাঠে তাদের পিয়াজ-গম ও পিয়াজের বীজ ছিল এ সকল ফসলের বিভিন্ন স্থানে শতভাগ কোথায় অর্ধেক কিছু স্থানে আংশিক ফসলের ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিল বলেন আমার এলাকার মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এ ইউনিয়নের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে শীলা বৃষ্ঠিতে। যশাই ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান বলেন হটাৎ এই শীলা বৃষ্টিতে চরম ক্ষতির শিকার হয়েছে আমার কৃষক ভাইয়েরা। এদিকে এ বৃষ্টিতে বেশী ক্ষতি হয়েছে আমের মুকুল ও পিয়াজের বীজের। উপজেলা কৃষি অফিসার মোছাঃ জেসমিন আক্তার বলেন উপজেলা হাবাসপুর,বাহাদুরপুর ও যশাই ইউপিতে শীলা বৃষ্টি ও ঝড়ো হ্ওায়ার প্রভাবে ১২১৫  হেক্টর জমি আক্রান্ত হয়েছে এর মধ্যে ২০১ হেক্টর  ফসল সম্পূর্ন নষ্ঠ হয়েছে এবং ১০১৫ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। 



শেয়ার করুন

0 facebook: