Sunday, March 18, 2018

এফ এইচ এসোসিয়েশন’র আয়োজনে পাংশায় স্পন্সরশীপ দিবস উদ্যাপন,সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ উপহার বিতরন

এফ এইচ এসোসিয়েশনর আয়োজনেপাংশায় স্পন্সরশীপ দিবস উদ্যাপন,সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ উপহার বিতরন


মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে এফ এইচ এসোসিয়েশন মাছপাড়া সিএফসিটি এরিয়া অফিসের আয়োজনে এফ এইচ এসোসিয়েশন এর কার্যালয়ের অনুতিদুরে ছায়া নিড়ে শুক্রবার স্পন্সরশীপ দিবস উদ্যাপন,সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ উপহার বিতরন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় এফ এইচ এসোসিয়েশনর রিজিওনাল প্রগ্রাম অফিসার ঝর্ণা খাতুনর সভাপতিত্বে ও মাছপাড়া এরিয়া ডিম লিডার মানিক রাম বারীর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদঁ আলী খান, স্পন্সরশীপ রিলেশন অফিসার প্রতাপ রংদী,জেস্ম স্বপন রায়, এরিয়া ডিম লিডার মানিক রাম বারী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন হাবাসপুর এরিয়া টিম লিডার পরিতোষ বাড়ৈ,খোকসা এরয়িা টিম লিডার রুহুল আমিন,পাংশা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক মাসুদ রেজা শিশির,পাংশা থানার এস আই মোঃ শাহীন মোল্যা, গোপালপুর কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক হোসেন জোয়ার্দ্দার,ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন,সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেন,সহ সংস্থার কর্মকর্তা,শিক্ষার্থী অভিবাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ২জন শিশুর জন্ম দিন উপলক্ষে বিশাল কেক কেটে জন্মদিন পালন করা হয় এসময় এক আন্দনঘন পরিবেশের সৃষ্ঠি হয়। পরে পিএসসি ও জেএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,চিত্রাংকন প্রতিযোদের ছবি প্রর্দশন,ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন ও সকল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ব্যাগ উপহার দেওয়া হয়। স্পন্সরশীপ দিবস উদ্যাপন উপলক্ষে দিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে শিক্ষার্থীরা আনন্দ উপভোগ করেন এসময় শিক্ষার্থীরা নাটিকা,নৃত্য,গান পরিবেশন করেন। বক্তারা এসময় বলেন সংস্থার এরুপ আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানুষিক বিকাশ ঘটাতে অনুকনীয় হয়ে থাকবে ভবিষ্যৎ তারা আরো ভাল কিছু করার প্রত্যায় গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রধান অতিথি পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন তার বক্তব্যে শিক্ষার্থীদের বাল্য বিবাহ,মাদক,ইভটিজিংসহ সামাজিক অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে থাকতে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। 

শেয়ার করুন

0 facebook: